আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই রয়েছে জীবনের সার্থকতা। তাঁরাই প্রকৃত আনন্দ ও নির্মল সুখের স্বাদ পেয়েছেন এবং জনমনে অমর হয়েছেন, যাঁরা আত্মোৎসর্গ করতে সক্ষম হয়েছেন পরের তরে। ওইরূপ আনন্দ-সুখই যেন খুঁজে পেয়েছেন সমাজবদলের নির্মোহ ব্রত নিয়ে এগিয়ে চলা শিল্প-বাণিজ্য জগতের আইকন মোহা. নূর আলী, যাঁকে অনেকেই ক্রিয়েটিভ বিজনেস টাইকন অভিধায় অভিষিক্ত করে থাকেন। সৃজনশীল সেবা প্রদানের নতুন নতুন ক্ষেত্রে তাঁর স্বকীয় চিন্তায় উদ্ভাবিত রকমারি কাজের প্রতিদানও পেয়েছেন তিনি বিভিন্নভাবে; স্রষ্টার কাছ থেকে, এমনকি মানুষের কাছ থেকেও। সাম্প্রতিককালে তাঁর ওইরূপ এক অর্জন বিশ্বখ্যাত আন্তর্জাতিক পুরস্কার : মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন।
ইউনিক গ্রুপের ফাউন্ডার এমডি ও ডায়নামিক এ উদ্যোক্তা সুদীর্ঘদিন থেকে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিতদের এগিয়ে নিতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। সুমহান সেই উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে ‘নূর আলী ফ্যামিলি ট্রাস্ট’-এর অধীনে ‘সেলিনা নূর চ্যারিটেবল ফাউন্ডেশন’ নামে সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক দাতব্য প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন তিনি। লিঙ্গ-ধর্ম-বয়স নির্বিশেষে দারিদ্র্য ও অসুস্থতা থেকে মানুষকে মুক্ত করতে শিক্ষা-স্বাস্থ্য-আবাসন-পর্যটন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি বিভিন্ন পর্যায়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে প্রাতিষ্ঠানিক সহায়তা এবং দেশে-বিদেশে ব্যাপকভাবে কর্মসংস্থান তৈরিতে নানাভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মানবসেবার অনুকরণীয় এ ব্যতিক্রমী ব্যক্তিত্ব।