গত সপ্তাহের বুধবার রাতে আসন্ন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রথম ডিবেট হয়ে গেল। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার ভাইস প্রেসিডেন্ট ও সাবেক গভর্নর মাইক পেন্স, ২০১৬ সালের প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনির রানিংমেট মানে ভাইস প্রেসিডেন্ট, পরবর্তী সময়ে ট্রাম্পের জাতিসংঘবিষয়ক রাষ্ট্রদূত, সাবেক গভর্নর ইন্ডিয়ান বংশোদ্ভূত নিকি হেইলি, নিউ জার্সির সাবেক গভর্নর, স্বনামধন্য অ্যাটর্নি ও অত্যন্ত সুপরিচিত রাজনীতিবিদ ক্রিস ক্রিস্টি, বয়সে অপেক্ষাকৃত তরুণ জরিপে ট্রাম্পের পর দ্বিতীয় স্থান অধিকারী প্রার্থী ফ্লোরিডার গভর্নর রনডি সেন্টিস, সাবেক গভর্নর আশা হাটসিনসনসহ আরো এক ভারতীয় বংশোদ্ভূত তরুণ ব্যবসায়ী হার্ভার্ড গ্র্যাজুয়েট ও ইয়েলের আইনের ডিগ্রিধারী ইমিগ্র্যান্ট পিতামাতার সন্তান পুরো ডিবেটের সবার টার্গেট বা আকর্ষণ এবং প্রথানুযায়ী ডিবেটের ভোটে প্রথম স্থান অধিকারী প্রার্থী বিলোনিয়ার বিবেক রামাসোয়ার্মি। সে হিসাবে তিনিই জরিপের ভোটে ৩ নম্বরে আছেন বলা যায়।
ট্রাম্প ছাড়া মোট আটজন প্রার্থী এই ডিবেটে অংশ গ্রহণ করেন। রিপাবলিকান দলের ৯ জন প্রার্থীর মধ্যে দুই জনই ভারতীয় বংশোদ্ভূত, ইমিগ্রেন্ট পিতামাতার সন্তান নিকি হেইলি এবং মাত্র ৩৮ বছর বয়স্ক বিবেক রামাসোয়ার্মি। এ ঘটনাও নিঃসন্দেহে ইমিগ্র্যান্ট ও তাদের পরবর্তী প্রজন্মের আমেরিকানদের স্বপ্নজয়ের আরো একটি উজ্জ্বল মাইলফলক।