৬৬ রানে ভারতের চার উইকেট ফেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল পাকিস্তান। কিন্তু ইষান কিষাণ ও হার্দিক পান্ডিয়ার জুটিতে ঘুরে দাঁড়ালো ভারত।
৫৪ বলে ৬ চার ও ১ ছয়ে হাফ সেঞ্চুরি করে ফেলেছেন কিষাণ। হার্দিকও দেখা পেয়েছেন ফিফটির। ৬২ বলে তিন চারে পঞ্চাম ছোঁন তিনি। হার্দিকের সঙ্গে তাদের জুটি একশ ছাড়িয়ে গেছে। ৪ উইকেটে রান ১৭৮।
ভারতকে চাপে রেখেছে পাকিস্তান
প্রথম দফায় বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পর মাঠে নেমেই পাকিস্তানের আঘাত। টানা দুই ওভারে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বোল্ড করেন শাহীন শাহ আফ্রিদি। রোহিত ১১ ও কোহলি ৪ রানে প্যাভিলিয়নে।
হারিস রউফকে পুল করতে গিয়ে ফখর জামানের হাতে ধরা পড়েন শ্রেয়াস আইয়ার। মাত্র ১৪ রান করেন তিনি। ইশান কিষাণকে নিয়ে শুরুর আঘাত সামলে নেওয়ার চেষ্টা করছিলেন আইয়ার।