'জেতার পর কী পরিস্থিতি দাঁড়াবে তখনই বোঝা যাবে'

ডেইলি স্টার প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৫

শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। তবে শুধু জিতলেই চলবে না টাইগারদের। তাকিয়ে থাকতে হবে অন্যান্য সমীকরণের দিকেও। নাজমুল হোসেন শান্ত অবশ্য সেসব নিয়ে এখনই মাথা ঘামাতে রাজী নন।


আগামী রোববার লাহোরে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোরে খেলার আশা টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই সাকিব আল হাসানের দলের সামনে। সেই সঙ্গে মঙ্গলবার অনুষ্ঠেয় আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলের দিকে নজর রাখতে হবে তাদের। তার আগে সুবিধাজনক অবস্থানে থাকতে রান রেট বাড়িয়ে নিতে হবে বাংলাদেশকে। সেজন্য রশিদ খান-মোহাম্মদ নবিদের বিপক্ষে বড় ব্যবধানে জেতার লক্ষ্য রাখতে হবে।


গতকাল বৃহস্পতিবার পাল্লেকেলেতে লঙ্কানদের কাছে ধরাশায়ী হওয়ার পর সংবাদ সম্মেলনে শান্ত জানান, সমীকরণ নিয়ে ভাবার আগে জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ, 'পরের ম্যাচ আমাদের জিততে হবে। জেতার জন্যই খেলব। জেতার পর কী পরিস্থিতি দাঁড়াবে তখনই বোঝা যাবে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us