You have reached your daily news limit

Please log in to continue


১৬৪ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

মেন্ডিসের ভুলে বাঁচলেন শেখ মেহেদি

মাহিশ থিকশানার দুসরা পড়তে পারেননি শেখ মেহেদি হাসান। ভেতরে ঢুকবে ভেবে সোজা ব্যাটে খেলেন তিনি। কিন্তু পিচ করার পর টার্ন করে বেরিয়ে যাওয়ায় ভারসাম্য হারিয়ে ক্রিজের বাইরে চলে আসেন মেহেদি।

তবে প্রথম দফায় বল গ্লাভসে নিতে পারেননি কুসাল মেন্ডিস। সেই সুযোগে পপিং ক্রিজে ফেরত চলে যান মেহেদি। মেন্ডিস পরে বল নিয়ে স্টাম্প ভাঙলেও কোনো ফায়দা হয়নি শ্রীলঙ্কার। ৩ রানে বেঁচে যান মেহেদি। 

৩৯.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫৭ রান। নাজমুল হোসেন শান্ত খেলছেন ১১৮ বলে ৮৭ রান নিয়ে।

রান আউটে কাটা মিরাজ

কাসুন রাজিথার লেংথ বল স্কয়ার লেগের দিকে খেললেন মেহেদী হাসান মিরাজ। বল গেল সোজা ফিল্ডার বরাবর। তবে দ্রুত রানের আশায় ছুটলেন নন স্ট্রাইকে থাকা নাজমুল হোসেন শান্ত। শুরুতে বের হলেও পরে আর তাতে সায় দিলেন না মিরাজ।

বল ধরে নন স্ট্রাইক প্রান্তে থ্রো করেন ধানাঞ্জয়া ডি সিলভা। কিছুক্ষণ সময় নিয়ে স্টাম্প ভাঙেন রাজিথা। ততক্ষণে মিরাজেই আগেই স্ট্রাইক প্রান্তে পপিং ক্রিজে ঢুকে যান শান্ত। ফলে বেঁচে যান তিনি। রান আউটে কাটা পড়েন মিরাজ।

১১ বলে ৫ রান করে ফিরলেন মিরাজ। ক্রিজে নতুন ব্যাটসম্যান প্রায় আড়াই বছর পর ফেরা শেখ মেহেদী হাসান। শান্ত অপরাজিত ১১৩ বলে ৮০ রানে।

৩৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৪৫ রান।

পাথিরানার বাউন্সারে মুশফিকের বিদায়

দারুণ বাউন্সারে মুশফিকুর রহিমকে ড্রেসিং রুমে ফেরত পাঠালেন মাথিশা পাথিরানা। অফ স্টাম্পের বাইরে মাথার ওপরের উচ্চতায় ওঠা বাউন্সার আপার কাটের মতো খেলেন মুশফিক। তবে দূরত্ব পাননি।

ডিপ থার্ড ম্যানে দাঁড়ানো দিমুথ কারুনারত্নে জায়গায় দাঁড়িয়েই নেন সহজ ক্যাচ। ১ চারে ২২ বলে ১৩ রান করে ফেরেন মুশফিক। তার বিদায়ে ভাঙে নাজমুল হোসেস্ন শান্তর সঙ্গে গড়া ৫৩ বলে ৩২ রানের পঞ্চম উইকেট জুটি।

৩৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১২৭ রান। ৯৮ বলে ৬৭ রানে অপরাজিত শান্ত। ক্রিজে নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ।

২৬তম ওভারে বাংলাদেশের একশ

শ্রীলঙ্কার আঁটসাঁট বোলিংয়ে রানের গতি বাড়াতে পারছে না বাংলাদেশ। ১৩ ওভারে পঞ্চাশ করার পর একশতে পৌঁছতে লেগেছে ১২.৪ ওভার। তবে প্রথম পঞ্চাশে ৩ উইকেট হারালেও, দ্বিতীয়তে পড়েছে ১টি।

২৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০২ রান। অষ্টাদশ ওভারে রান রেট চলে যায় চারের নিচে। যা এখনও চারের নিচেই রয়েছে।

ফিফটি ছুঁয়ে নাজমুল হোসেন শান্ত খেলছেন ৭৩ বলে ৫৫ রানে। মুশফিকুর রহিম অপরাজিত ৬ বলে ৪ রানে।

রিভিউ শেষ শ্রীলঙ্কার, ফের বাঁচলেন শান্ত

দুনিথ ওয়েলালাগের পরপর দুই বলে বাঁচলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম বলে লেগ বিফোরের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেয় শ্রীলঙ্কা। রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যেত বল।

ফলে বিফলে যায় রিভিউ। একইসঙ্গে দুটি রিভিউই শেষ হয় শ্রীলঙ্কার। এর আগে শান্তর বিরুদ্ধেই ব্যর্থ হয় তাদের প্রথম রিভিউ।

পরের বল শান্তর ব্যাটের নিচের কানায় লেগে যায় উইকেটের পেছনে। তবে সেটি গ্লাভসে নিতে পারেননি কুসাল মেন্ডিস। ৫২ রানে বেঁচে যান শান্ত। এর আগে ২ রানের মাথায় দাসুন শানাকার হাতে ক্যাচ দিয়েও জীবন পান তিনি।

২৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯৭ রান। শান্ত ৭১ বলে ৫৩ ও মুশফিকুর রহিম ৩ বলে ১ রানে অপরাজিত।

রিভিউ নিয়ে হৃদয়কে ফেরালেন শানাকা

দাসুন শানাকার ভেতরে ঢোকা ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে অন সাইডে খেলার চেষ্টা করলেন তাওহিদ হৃদয়। কিন্তু ব্যাটে-বলে করতে পারলেন না। বল প্যাডে আঘাত করতেই শানাকার জোরাল আবেদন। তাতে সাড়া দেননি আম্পায়ার।

অল্প কিছুক্ষণ ভেবে রিভিউ নেন শ্রীলঙ্কার অধিনায়ক। রিপ্লেতে দেখা যায়, বল আঘাত করত মিডল স্টাম্পে। ফলে বদলে যায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। বেজে যায় হৃদয়ের বিদায়ঘণ্টা। ভাঙে ৮০ বল স্থায়ী ৫৯ রানের জুটি।

৪১ বলে ২০ রান করেছেন হৃদয়। ২৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯৫ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নাজমুল হোসেন শান্ত খেলছেন ৬৭ বলে ৫২ রানে।

চাপের মুখে শান্তর ফিফটি

ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ ব্যাটিংয়ের পর ঘরের মাঠে আফগানিস্তান সিরিজটি ভালো কাটেনি নাজমুল হোসেন শান্তর। তবে এশিয়া কাপের প্রথম ম্যাচেই পঞ্চাশের দেখা পেলেন বাঁহাতি টপ-অর্ডার ব্যাটসম্যান। 

দ্বিতীয় ওভারে ক্রিজে গিয়ে ধীরস্থির ব্যাটিংয়ে ৬৬ বলে ৪টি চারে পঞ্চাশ পূরণ করেন শান্ত। ওয়ানডে ক্যারিয়ারে তার এটি চতুর্থ ফিফটি। 

২৩.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯৪ রান।

শান্ত-হৃদয়ের জুটিতে পঞ্চাশ

শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে দলকে এগিয়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়। এরই মধ্যে দুজন মিলে গড়েছেন পঞ্চাশ রানের জুটি। এজন্য তারা খেলেছেন ৭০ বল।


স্রেফ ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই সিঙ্গেলস-ডাবলসের দিকে নজর দেন হৃদয়। অন্য প্রান্তে রয়ে-সয়ে এগোতে থাকেন শান্তও। ফিফটির কাছে পৌঁছে গেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। 

২২.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৬ রান। শান্ত ৬২ বলে ৪৫, হৃদয় ৩৬ বলে ১৮ রানে অপরাজিত।

১৩ ওভারে বাংলাদেশের ৫০

মাথিশা পাথিরানার লেংথ ডেলিভারি পয়েন্টের দিকে কাট করেই ১ রান নিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ পৌঁছে গেল পঞ্চাশ রানে। যা ছুঁতে লাগল ঠিক ১৩ ওভার।

এরই মধ্যে দুই ওপেনার তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ ও অধিনায়ক সাকিব আল হাসানের উইকেট হারিয়েছে বাংলাদেশ।

চাপ সামাল দেওয়ার অভিযানে লড়ছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়। শান্ত ৩৭ বলে ২২ ও হৃদয় ৫ বলে ৫ রানে খেলছেন

অল্পেই থামলেন সাকিব

বেশি দূর যেতে পারলেন না সাকিব আল হাসান। পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারেই বাংলাদেশ অধিনায়কের বিদায়ঘণ্টা বাজালেন মাথিশা পাথিরানা। ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

অফ স্টাম্পের বাইরের শর্ট লেংথ ডেলিভারি কাট করার চেষ্টা করেন সাকিব। বল তার গ্লাভস ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে। বাম দিকে ঝাঁপিয়ে এক হাতে দারুণ ক্যাচ নেন কুসাল মেন্ডিস।

১১ বলে ১ চারে ৫ রান করেন সাকিব। ক্রিজে নতুন ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। নাজমুল হোসেন শান্ত খেলছেন ২৮ বলে ১৩ রানে।

পাওয়ার প্লেতে বাংলাদেশের ২ উইকেটে ৩৪


টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন সুবিধার হলো না বাংলাদেশের। পাওয়ার প্লেতে ড্রেসিং রুমে ফিরেছেন দুই ওপেনার। স্কোর বোর্ডে জমা হয়েছে ৩৪ রান।

প্রথম ওভারে কাসুন রাজিথাকে বাউন্ডারি মেরে রানের খাতা খোলেন মোহাম্মদ নাঈম শেখ। পরের ওভারে মাহিশ থিকশানার বলে এলবিডব্লিউ হন অভিষিক্ত তানজিদ হাসান। শূন্য হাতেই ফেরেন তিনি।

পরে একবার রিভিউ ও একবার ক্যাচ দিয়েও বেঁচে যান নাজমুল হোসেন শান্ত। নাঈম শেখ রয়ে সয়ে এগোতে থাকলেও হুট করে বড় শটের চেষ্টায় বিলিয়ে দেন নিজের উইকেট। ২৩ বলে করেন ১৬ রান। 

স্রেফ ২৫ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরার চেষ্টায় এখন শান্ত ও সাকিব আল হাসান।

১২ বছর পর শুরুতে টানা চার বাঁহাতি

মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান- শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যানের সবাই বাঁহাতি। ওয়ানডেতে ১২ বছরের বেশি সময় পর এমনটা দেখা গেল বাংলাদেশের ব্যাটিংয়ে।

এ নিয়ে চতুর্থ বার প্রথম চারে চার বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে খেলল বাংলাদেশ। সবশেষ ২০১১ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে প্রথম চার ব্যাটসম্যানের সবাই ছিলেন বাঁহাতি। সেদিন ৭৮ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। 

টানা পাঁচ বাঁহাতি নিয়ে খেলার নজিরও রয়েছে বাংলাদেশের। ২০১১ বিশ্বকাপেই নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে দেখা যায় সেটি।

ধানাঞ্জয়ার শিকার নাঈম

আশা জাগিয়েও তেমন কিছু করতে পারলেন না মোহাম্মদ নাঈম শেখ। ২৩ বলে ১৬ রান করে বিলিয়ে এলেন নিজের উইকেট।

অষ্টম ওভারে প্রথমবার বল হাতে নেন ধানাঞ্জয়া ডি সিলভা। চতুর্থ বলে ক্রিজ ছেড়ে বড় শট খেলার চেষ্টা করেন নাঈম। তবে কিছুটা টেনে দেওয়া ডেলিভারির পিচ পর্যন্ত যেতে পারেননি।

দূর থেকে শট খেলতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লেগে বল উঠে যায় আকাশে। পয়েন্টে সহজ ক্যাচ নেন পাথুম নিসানকা। 

৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৫ রান। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী সাকিব আল হাসান।

অল্পের জন্য বাঁচলেন শান্ত

কাসুন রাজিথার ভেতরে ঢোকা ডেলিভারি অন ড্রাইভ করার চেষ্টায় ঠিকভাবে খেলতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ব্যাটের ভেতরের কানায় লেগে বল চলে যায় মিড অনের দিকে।

সামনে লাফিয়ে বলের কাছাকাছি চলে যান দাসুন শানাকা। ঝাঁপিয়ে বলে হাত লাগালেও মুঠোয় রাখতে পারেননি শ্রীলঙ্কা অধিনায়ক। ফলে ২ রানে জীবন পেয়ে গেলেন শান্ত। ১২ বলে ২ রানে খেলছেন তিনি।

আরেক অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমের সংগ্রহ ১৩ বলে ৯ রান।

৪.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১১ রান।

শ্রীলঙ্কার ব্যর্থ রিভিউ

তানজিদ হাসানের পর একই ওভারে নাজমুল হোসেন শান্তর বিরুদ্ধেও এলবিডব্লিউর জোরাল আবেদন করলেন মাহিশ থিকশানা। তবে সাড়া দেননি আম্পায়ার। বেশ কিছুক্ষণ চিন্তা করে রিভিউ নিলেন দাসুন শানাকা।

টিভি রিপ্লেতে দেখা গেল, বলটি 'পিচ' করেছে লেগ স্টাম্প লাইনের বাইরে। ফলে ব্যর্থ হয় শ্রীলঙ্কার রিভিউ। বেঁচে যান শান্ত। শেষ বলে সাফল্য না পেলেও ওভারটি 'উইকেট মেডেন' করেন থিকশানা।

২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান শান্ত ও মোহাম্মদ নাঈম শেখ।

অভিষেকে তানজিদের 'ডাক'

আন্তর্জাতিক অভিষেকটা সুখকর হলো না তানজিদ হাসানের। রানের খাতা খোলার আগেই ড্রেসিং রুমের পথ ধরলেন তরুণ ওপেনার। 

মাহিশ থিকশানার মিডল স্টাম্পের ওপর করা ডেলিভারি ভুল লাইনে খেলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তানজিদ। দুই বল খেলে 'ডাক' সঙ্গে নিয়ে ফেরেন তিনি। 

ওয়ানডে অভিষেকে শূন্য রানে আউট হওয়া ১৬তম বাংলাদেশি তিনি। 

১.২ ওভারে বাংলাদেশের রান ৪/১। উইকেটে নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

তিন বিশেষজ্ঞ বোলার নিয়ে শ্রীলঙ্কা

ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিয়ে একাদশ সাজিয়েছে শ্রীলঙ্কা। তিনজন বিশেষজ্ঞ বোলারের সঙ্গে নেওয়া হয়েছে দুজন অলরাউন্ডার। 

পেস আক্রমণে রয়েছেন কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার মাহিশ থিকশানা। স্পিন অলরাউন্ডার হিসেবে একাদশে আছেন দুনিথ ওয়েলালাগে, ধানাঞ্জয়া ডি সিলভা। অধিনায়ক দাসুন শানাকাও করেন মিডিয়াম পেস বোলিং।

শ্রীলঙ্কা একাদশ: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসানকা, দিমুথ কারুনারত্নে, কুসাল মেন্ডিস, ধানাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, সাদিরা সামারাউইক্রামা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা।

তিন স্পিনার, পেসারের একাদশে তানজিদের অভিষেক

এশিয়া কাপের বড় মঞ্চে আন্তর্জাতিক অভিষেক হলো তানজিদ হাসানের। এই সংস্করণে বাংলাদেশের ১৪৩তম ক্রিকেটার তিনি। ওপেনিংয়ে তার সঙ্গী মোহাম্মদ নাঈম শেখ। ওয়ানডেতে বাংলাদেশের ৭৮তম উদ্বোধনী জুটি এটি। 

তিন পেসারের সঙ্গে তিন স্পিনার নিয়ে নামছে বাংলাদেশ। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের সঙ্গে রয়েছেন শেখ মেহেদি হাসান। ওয়ানডেতে প্রায় আড়াই বছর পর একাদশে জায়গা পেলেন তিনি। নিজের তিন ওয়ানডের সবশেষটি ২০২১ সালের মার্চে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।

পেস আক্রমণে তাসকিন আহমেদের পাশাপাশি রাখা হয়েছে দুই বাঁহাতি মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতল বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান নিলেন ব্যাটিং। এর কারণ হিসেবে শুষ্ক উইকেটের কথা বললেন বাঁহাতি অলরাউন্ডার। ভালো একটি সংগ্রহ দাঁড় করানোর লক্ষ্য তাদের।

শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকাও জানালেন, টস জিতে আগে ব্যাটিং নিতেন তিনি। তবে বৃষ্টির শঙ্কা থাকায় ফিল্ডিং করতেও সমস্যা নেই তার দলের।

এশিয়া কাপ অভিযানে বাংলাদেশ

বিশ্বকাপে চোখ রেখে এশিয়া কাপ অভিযানে নামছে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। বিকেল সাড়ে ৩টায় শুরু হবে মাঠের লড়াই।

সার্বিক মুখোমুখি পরিসংখ্যানে অনেক এগিয়ে শ্রীলঙ্কা। তবে সবশেষ সিরিজে লঙ্কানদের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এছাড়া ওয়ানডে সংস্করণে বেশ কয়েক বছর ধরেই দারুণ ছন্দে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা।

মুখোমুখি লড়াই ছাড়াও দুই দলকে এবার লড়তে হবে নিজেদের চোট সমস্যা নিয়েও। মূল বোলারদের কাউকেই পাচ্ছে না শ্রীলঙ্কা। বাংলাদেশ দলে চোটের কারণে নেই তামিম ইকবাল ও ইবাদত হোসেন চৌধুরি, জ্বরে ছিটকে গেছেন লিটন কুমার দাস।

নতুন ও অনভিজ্ঞ উদ্বোধনী জুটি নিয়ে খেলবে হবে বাংলাদেশকে। বিপরীতে শ্রীলঙ্কার বোলিং আক্রমণও অনেকটা নতুন। সব মিলিয়ে দুই দল প্রায় সমান্তরালেই দাঁড়িয়ে।

‘বি’ গ্রুপের লড়াই শুরু

আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের পর্দা উঠেছে বুধবার। টুর্নামেন্টের দ্বিতীয় দিন শুরু হচ্ছে ‘বি’ গ্রুপের লড়াই৷ বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়া এই গ্রুপের অন্য সদস্য আফগানিস্তান।

এই গ্রুপ থেকেও দুটি দল পাবে সুপার ফোরের টিকেট।

গত বছর টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপেও এই তিন দল ছিল একই গ্রুপে। যেখানে বাংলাদেশকে পেছনে ফেলে পরের রাউন্ডে নাম লেখায় শ্রীলঙ্কা, আফগানিস্তান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন