নিজেকে আপনি কেন সুন্দর রাখবেন? প্রশ্নটা অবান্তর। কেননা, নিজেকে আপনি কেন সুন্দর রাখবেন না? সময়ের সঙ্গে সঙ্গে প্রায় সবাই অনুধাবন করছেন, নিজের যত্ন নেওয়ার কোনো বিকল্প নেই। সেই যত্নের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ত্বক ও চুলের যত্ন। জেনে নেওয়া যাক, সৌন্দর্যে যাঁরা অন্যদের চেয়ে এক কদম এগিয়ে, ধরা যায় না, ছোঁয়া যায় না, কেবল ইনস্টাগ্রামে অনুসরণ করা যায়, সেই বিদ্যা সিনহা মিম কীভাবে যত্ন নেন ত্বক আর চুলের।
সঠিক নিয়মে মেকআপ করেন, তোলেন বিদ্যা সিনহা মিম
১. বড় পর্দার তারকা বিদ্যা সিনহা মিম সঠিক নিয়মে মেকআপ করেন। ফাউন্ডেশন, টোনার, সিরাম ব্যবহার করেন। ময়েশ্চারাইজার, আই ক্রিম আর সানস্ক্রিন তো আবশ্যক।
২. ২০ মিনিট ধরে স্ক্রাব করেন। ফলে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার হয়।
৩. মাসে একবার বা দুবার ফেস মাস্ক ব্যবহার করেন।
তেল মালিশ, চুলের স্পা, শ্যাম্পু, কন্ডিশনার
মিম জানান, চুলের জন্য তেল মালিশ খুবই ভালো। বড় পর্দার এই অভিনয়শিল্পী যেখানে জিম করেন, তার নিচেই পারলার। মাসে দুবার পারলারে গিয়ে চুলে তেল মালিশ করান। এ ছাড়া মাঝেমধ্যে চুলের স্পা করান। নিয়মিত শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করেন।