২০০৮ সালে রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান-এ বিজয়ী হয়ে সংগীতাঙ্গনে পেশাগত যাত্রা শুরু হয় লিজার। প্রতিযোগিতায় গান গেয়ে বিচারকদের আসনের সামনে কম্পমান বুকে রায়ের অপেক্ষায় দাঁড়িয়ে থাকার অনুভূতিটা লিজার ভালো জানা। এবার বিচারকের সেই আসনটাতেই বসবেন লিজা, জানাবেন প্রতিযোগিতার রায়। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ‘আরটিভি ইয়াং স্টার সিজন টু’র অন্যতম প্রধান বিচারক হচ্ছেন লিজা।
এর আগে দেশের কয়েকটি রিয়েলিটি শোর প্রাথমিক পর্যায়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন লিজা। এবারই প্রথম তিনি থাকছেন প্রধান বিচারকের ভূমিকায়। তাই লিজা দারুণ উচ্ছ্বসিত। আবার খানিকটা নার্ভাসও। কারণ, দেশের এ ধরনের বড় রিয়েলিটি শোর প্রধান বিচারকদের একজন হওয়া সহজ বিষয় নয়।