কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি-জামায়াতকে উৎখাত করতে আবারও বঙ্গবন্ধুর মতো নতুন করে সংগ্রাম গড়ে তুলতে হবে। তাহলে তাদের শেকড় উপড়ে ফেলা যাবে।
রোববার রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জরুরি বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি-জামায়াতকে উৎখাত করার জন্য প্রস্তুতি নিতে হবে। সেপ্টেম্বরে তাদের মোকাবিলা করা হবে, উপড়ে ফেলা হবে। এজন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নতুন করে সংগ্রাম গড়ে তুলতে হবে।