যেভাবে খাবার খেলে ত্বক থাকবে ভালো

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ২১:১৭

ত্বক সুন্দর রাখতে খাদ্যাভ্যাসের দিকেও নজর দিতে হয়।


চারপাশের দূষণ ও আবহাওয়ার কারণে ত্বকে নানান রকম সমস্যা দেখা দেয়।


এই বিষয়ে ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে ভারতীয় পুষ্টিবিদ কারিশ্মা চাওলা বলেন, “প্রতিকূল আবহাওয়া ও পরিবেশ থেকে সুরক্ষিত থাকতে ভেতর থেকে ত্বককে শক্তিশালী করতে হয়।”

এজন্য ত্বক সুস্থ ও উন্নত রাখতে সঠিক খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।



  • যতটা সম্ভব ভেজালমুক্ত খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। কীটনাশক দেহের জন্য ক্ষতিকর। তাই কীটনাশক ব্যবহার করা হয়নি এমন খাবার খাওয়া ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা প্রয়োজন।

  • খাবার তালিকা থেকে ভাজা ও বিষাক্ত চর্বি যেমন মার্জারিন বাদ দেওয়া। এগুলো রোগ প্রতিরোধ কার্যকারিতা হ্রাস করে, ফলে শক্তির মাত্রা হ্রাস পায় এবং দেহে প্রদাহ ও ব্রণ সৃষ্টি করে থাকে।  

  • প্রভাবক বা উদ্দীপক যেমন- ক্যাফেইন খনিজের ঘাটতি সৃষ্টি করে যা শক্তি ও মূত্র গ্রন্থির চাপ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয়। ক্যাফেইন মূত্রবর্ধক, যা দেহে পানিশূন্যতা সৃষ্টি করে ত্বকে নেতিবাচক প্রভাব রাখে।

  • ভিটামিন পেতে ভিটামিন সমৃদ্ধ খাবার যেমন- ভিটামিন সি এবং ই, জিংক, বি কমপ্লেক্স, প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডস এবং সম্পূরক যেমন- কোলাজেন ও গ্লুটামিন গ্রহণ করা উপকারী।

  • অন্ত্র বান্ধব অর্থাৎ উপকারী ব্যাক্টেরিয়া সমৃদ্ধ খাবার যেমন- গাঁজানো সবজি ও পানীয় যেমন- ‘কেফির’ অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। উচ্চ আঁশ সমৃদ্ধ খাবার খাওয়া পেটের ভালো ব্যাক্টেরিয়ার জন্য উপকারী। আর অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকলে ত্বকও সুস্থ দেখায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us