বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশাইজড হাসপাতালের কেবিনে রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। একইসঙ্গে সুপার স্পেশালাইজড হাসপাতালের তৃতীয় তলায় কার্ডিওভাস্কুলার ও স্ট্রোক সেন্টারে হাসপাতালের প্রথম ৫০ রোগীর সফলভাবে এনজিওগ্রামসহ রিং বসানো হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে সুপার স্পেশলাইজড হাসপাতালের ৭ম তলায় কেবিনে এ রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এই কার্যক্রমের উদ্বোধন করেন।