আমরা কি ভুল পথে হাঁটছি?

বণিক বার্তা ড. মো. আব্দুল হামিদ প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩, ১৬:১৪

পরিচিত কারো সঙ্গে একান্ত আলাপে খেয়াল করবেন, তিনি কীভাবে আশপাশের মানুষের (এমনকি নিকটজনের) দ্বারা ক্ষতিগ্রস্ত বা প্রতারিত হচ্ছেন তার দীর্ঘ বয়ান হাজির করছেন। সেটা না করলেও অন্তত পক্ষে তার পেশাগত, পারিবারিক, শারীরিক ও মানসিক নানা সংকটের দিকগুলো আপনার সামনে বিশদভাবে তুলে ধরছেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে তিনি যে ভালো নেই তা বুঝতে আপনার মোটেই বিলম্ব হবে না। অথচ বাহ্যিক চাকচিক্য দেখে আশপাশের মানুষ হয়তো তার সম্পর্কে উল্টোটাই ধারণা করে!


কেন এমনটা হচ্ছে? নিঃসন্দেহে অনেক কারণ রয়েছে। তবে অন্যতম কারণ হলো—পরিবার, সমাজ, রাষ্ট্র এমনকি আন্তর্জাতিক পরিসরে যারা যতটুকু ক্ষমতা ধারণ করছে তার পুরোটাই নিজ স্বার্থ হাসিলে সর্বাত্মকভাবে কাজে লাগাতে সচেষ্ট রয়েছে। ছলে, বলে, কৌশলে যেভাবেই হোক নিজের লক্ষ্য অর্জনই মূল কথা। এতে অন্যদের ক্ষতি, মন খারাপ বা কষ্ট হলেও সেটা ‘কেয়ার’ (পাত্তা দেয়া) বা ‘কাউন্ট’ (গোনার টাইম) করার সময় তাদের নেই। খুব ব্যতিক্রম ছাড়া এমনটা করাই যেন নিয়মে পরিণত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us