টাকা-পয়সা থাকলে ঢাকা শহর যে কত আরামদায়ক ও আনন্দের শহর, তা আর বলার অপেক্ষা রাখে না। এ কথা আমরা যতটুকু বুঝি, তার চেয়ে বেশি বোঝে প্রবাসী বাংলাদেশিরা। যারা দিনকে রাত করে ডলার কামাই করেন। সত্যিই তো ঢাকা শহর কী শুধু আরামের শহর, এ শহরের সুযোগ-সুবিধা বরং বেড়েই চলেছে। উদাহরণ দিই, কিছুদিন আগেও ২-৩ ঘণ্টা লাগত উত্তরা থেকে মতিঝিল আসতে। এখন ৩০ মিনিটও লাগে না। খরচও কম। আরাম-শীতাতপ নিয়ন্ত্রিত মেট্রো। একই অবস্থা শান্তিনগর, মতিঝিল থেকে গুলশানে আসা-যাওয়ার ক্ষেত্রে।
আগে লাগত এক থেকে দেড় ঘণ্টা যেতেই। এখন ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ হওয়ার ফলে কুড়িল-বসুন্ধরা সিটি থেকে শান্তিনগর-মতিঝিল আসা যায় ৩০-৪০ মিনিটে। আর দূর-দূরান্তের কথা যদি বলি তাহলে তো রয়েছে পদ্মা সেতুর কথা, রয়েছে ঢাকা-কক্সবাজার ট্রেনের কথা। কত সময় লাগত আগে যশোর, খুলনা, ফরিদপুর, বরিশাল যেতে? আর এখন? ৩-৪ ঘণ্টা। কত কষ্ট ছিল সড়কপথে কক্সবাজার বেড়াতে যাওয়া। এখন কমলাপুর ট্রেনে ওঠা, সকাল বেলা কক্সবাজার। মনে করলে সারা দিন কাটিয়ে সন্ধ্যায় ফিরতি ট্রেনেই ঢাকায় আসা যাচ্ছে।