গতকাল ৩ মে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস চলে গেল। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিনটি পালন করছে বিভিন্ন সংগঠন। এ দিবসটি এলে বা কোনো উপলক্ষ পেলে বাংলাদেশের সাংবাদিকতা কতটা চাপের মুখে তা নিয়ে আলোচনা হয়। সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা তুলে ধরেন দৃশ্যমান ও অদৃশ্য সব চাপের কথা। এসবের মধ্যে আলোচনায় উঠে আসে আইনী ও রাজনৈতিক চাপ, ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আসা চাপের প্রসঙ্গ এবং অতি অবশ্যই অর্থনৈতিক দুরাবস্থার কথা।
কিন্তু পেশায় দীর্ঘদিন সক্রিয় এই সম্পাদকরা বলতে চান না যে, সাংবাদিকতা এদেশে বিপন্ন। তবে একটা বড় অংশই বলতে চেষ্টা করেন যে, সাংবাদিকতা আছে এবং থাকবে লড়াই করেই। তবে অনেক কিছুর মধ্যে মানুষ কী গণমাধ্যমের ওপর আস্থা রাখছে কিনা সেটি বড়ভাবে আলোচিত হয় না। তবে একটা স্বীকারোক্তি আছে যে পত্রিকা বা টিভিতে প্রচারিত সংবাদ কোনটি পাঠক বিশ্বাসযোগ্য বলে ধরে নেবে, সেই জায়গায় কিন্তু আমাদের ঘাটতি রয়ে গেছে। সেটিও একটি বড় চাপ।