‌‌‌রাবিতে প্রক্সির টাকার জন্য ভর্তিচ্ছুকে ছাত্রলীগের অপহরণ

বার্তা২৪ প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৩, ১৭:৪০

ভর্তি পরীক্ষায় চুক্তি অনুযায়ী প্রক্সির পুরো টাকা না দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে আসা আহসান হাবীব নামে এক শিক্ষার্থীকে অপহরণ করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের কয়েক নেতাকর্মীর বিরুদ্ধে। 


ছাত্রলীগের সেই নেতাকর্মীরা আহসান হাবীবকে অপহরণ করে শেরে বাংলা ফজলুল হক হলে নেয়ার পর সে শিক্ষার্থীর মায়ের অভিযোগের মাধ্যমে বিষয়টি জানতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শেরে বাংলা হল প্রাধ্যক্ষের সহযোগিতায় অপহরণকৃত ওই শিক্ষার্থীকে উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালিয়াতির কথা স্বীকার করায় তাকে নগরীর মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রক্টর।


এদিন রাতেই নগরীর মতিহার থানায় ছেলেকে অপহরণ ও ‌‌‌প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ দায়ের করে আহসান হাবীবের মা রেহেনা বেগম বাদী হয়ে একটি এবং ভর্তি পরীক্ষায় প্রক্সির অভিযোগে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবদুস সালাম বাদী হয়ে পৃথক আরেকটি মামলায় দায়ের করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us