পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তা সৈয়দ মুশফিকুর রহমান মামুনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। গত শুক্রবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম সারোয়ার খান জেলা সিভিল সার্জন বরাবর এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগে বলা হয়, পুলিশ কর্মকর্তা মামুন ক্ষমতার অপব্যবহার করে হাসপাতালের পূর্ব ও উত্তর পাশের সীমানা দেয়াল ভেঙে আগেই ৫ ফুট দখলে নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনি নতুন করে দক্ষিণ-পূর্ব পাশে বালু ভরাট করে আরও ১০ ফুট জমি দখলে নিয়েছেন।মামুন খুলনা পিবিআইর পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত।অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন, পৈতৃক সূত্রে হাসপাতাল সংলগ্ন ৬৬ শতাংশ জমি পেয়েছি।