টলিউডে শিল্পীসত্তা কতটা ‘স্বাধীন’? স্বাধীনতা দিবসে মতামত জানালেন চার পরিচালক

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩, ১৫:১৬

স্বাধীনতা শব্দটির অর্থ বহুমুখী। সময়ের সঙ্গে সংস্কৃতির দাবি মেনে বিনোদন জগতে পরিবর্তন হয়েছে। সিনেমা হলের পাশাপাশি সিনেমা এখন মুঠোফোনে বন্দি। বাংলার চলচ্চিত্র জগৎ স্বাধীন মনোভাবেই বিশ্বাসী।


কিন্তু টলিপাড়া কি সব দিক থেকে স্বাধীন হতে পেরেছে? ৭৭তম স্বাধীনতা দিবসে চার পরিচালকের কাছে প্রশ্ন রেখেছিল আনন্দবাজার অনলাইন। গত সপ্তাহেই মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ় ‘আবার প্রলয়’। রাজ বললেন, ‘‘বাংলা ইন্ডাস্ট্রি ভীষণ ভাবে স্বাধীন। বড় প্রতিষ্ঠান থেকে পাশ করে এসে সবাই এখানে কাজ করেন, তেমন নয়। বরং হাতেকলমে কাজ শিখে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ হয়।’’ সিরিজ়ের সাফল্যে রাজ উচ্ছ্বসিত হলেও ‘স্বাধীনতা’ প্রসঙ্গে তাঁর মনের কোণে একটু হলেও ক্ষোভ জায়গা করে নিয়েছে। তাঁর কথায়, ‘‘এখানে বাংলা বাণিজ্যিক ছবিকে সকলেই যেন একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকেই দেখতে চান। এখানেই আমার আপত্তি।’’ কথা প্রসঙ্গেই ব্যাখ্যা দিলেন রাজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us