প্রযুক্তি বিশ্বে স্টিভ জবস যেন এক কিংবদন্তির নাম। তিনি ১৯৭৬ সালে বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হয়েছিলেন। তবে জবস সেখানেই থেমে থাকেননি। বরং বেশ তরুণ বয়সেই নিজের হাই স্কুলের বন্ধুকে সাথে নিয়ে প্রতিষ্ঠা করেন অ্যাপল কোম্পানি।
জবসের নেতৃত্বে ধীরে ধীরে সেদিনের অ্যাপল আজ পরিণত হয়েছে গ্লোবাল টেক জায়ান্ট প্রতিষ্ঠানে। বর্তমানে কোম্পানিটির মূল্য ২ ট্রিলিয়ন ডলারেরও বেশি!
ব্যক্তিজীবনে জবস চার সন্তানের বাবা। এর মধ্যে হাইস্কুল জীবনের সঙ্গী ক্রিসান ব্রেনানের সঙ্গে স্টিভের লিসা ব্রেনান নামে এক কন্যা সন্তান রয়েছে। পরবর্তী জীবনে তিনি বিয়ে করেছিলেন লরেন পাওয়েলকে। তাদের ঘরে রয়েছে রিড, ইরিন ও ইভ নামের তিন সন্তান।