উজানের ঢলে আর ভারী বর্ষণে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার দশমিক ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহের এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।
ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার জানান, সন্ধ্যার পর থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি বাড়ছে। ফলে চরাঞ্চলের মানুষকে নিরাপদে সরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, যেভাবে পানি বাড়ছে, এতে রাতের মধ্যে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তিস্তা ব্যারেজ ডালিয়া শাখার নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌলা আজকের পত্রিকাকে বলেন, উজানের ঢলে আর ভারী বর্ষণে তিস্তার পানির প্রবাহ আজ (রোববার) বিকেলের পর থেকে বাড়ছে।
সন্ধ্যা ৬টার দিকে এ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৯৮ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১৭ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) নিচ দিয়ে প্রবাহিত হয়।