মাহমুদউল্লাহ রিয়াদ যে এশিয়া কাপের স্কোয়াডে থাকবেন না, তার ইঙ্গিত আগের দিনই দিয়ে রেখেছিলেন বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন। তার পরও কৌতূহলের কিন্তু শেষ ছিল না। কেননা, অফিসিয়াল ঘোষণার আগ পর্যন্ত অতীতে অনেক নিশ্চিত ব্যাপারও অনিশ্চিত হওয়ার ইতিহাস রয়েছে। অবশেষে গতকাল সকাল সকাল মিরপুর শেরেবাংলার মিডিয়া হলে সব পরিষ্কার করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। জানিয়ে দেন, অধিনায়ক এবং কোচের পরিকল্পনাতে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। ‘তাকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়ে আসছে শুরুর দিকে। দীর্ঘ আলোচনার পর টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দেয়, সামনে কীভাবে কোন দেশের সঙ্গে খেলবে এবং তার কৌশল নিয়ে। সেই চিন্তা-ভাবনা থেকেই রিয়াদকে বাদ দেওয়া হয়েছে। ম্যানেজমেন্টের পরিকল্পনাকে আমরা অবশ্যই ভালো মনে করেছি। ওদের সঙ্গে যেহেতু প্রধান কোচের একটা পরিকল্পনা আছে দল পরিচালনা নিয়ে। তা ছাড়া এ নিয়ে অধিনায়কের সঙ্গেও কথা হয়েছে।’
ব্যাপারটি সরাসরি বলতে পারার জন্য ধন্যবাদ পেতেই পারেন মিনহাজুল আবেদীন নান্নু। কেননা, সিনিয়র ক্রিকেটারদের ব্যাপারে সাম্প্রতিক অতীতে এতটা খোলামেলা কথা তিনি ক্যামেরার সামনে কখনোই বলেননি।