চট্টগ্রাম ও পাবর্ত্য চট্টগ্রামে বন্যার পর এবার অতিভারি বৃষ্টিপাতে উত্তরাঞ্চলের কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদী ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় ধরলা নদী কুড়িগ্রাম এবং দুধকুমার নদী পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার কাছাকাছি থাকতে পারে বলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এ কেন্দ্রের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে।
এছাড়া আরও তিন দিন ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা-পদ্মায় নদীর পানি বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামি ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়াও দেশের কোথাও কোথাও মাঝারি ভারি বৃষ্টি হতে পারে।