সম্প্রতি এক মাসের সফরে কানাডা গেছেন সংগীতশিল্পী বালাম। এই সময়ে কানাডার বিভিন্ন শহরে বেশ কিছু কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। কানাডার উদ্দেশে ঢাকা ছাড়ার আগে আজকের পত্রিকার মুখোমুখি হয়েছিলেন বালাম। কথা বলেছেন সাম্প্রতিক ব্যস্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন নাজমুল হক নাঈম।
প্রিয়তমা গানটি তো তুমুল জনপ্রিয়তা পেল…
গানটি এখন সবার মুখে মুখে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গার মানুষ গানটি বেশ পছন্দ করেছে। সিনেমার যেমন প্রশংসা, গানেরও তেমন। যেখানেই যাচ্ছি সবার প্রশংসা পাচ্ছি।
প্রিয়তমার গানের সাফল্যের পর কেমন চাপ অনুভব করছেন?
আমি চাপ আর অনুভব করি না। কারণ, বিশাল এই গ্যাপের পর শ্রোতারা যেভাবে আমার গান, ভয়েস এত পছন্দ করেছে তাতে আমার চাপ দূর হয়ে গেছে। তবে, কোনো গান যখন ব্যাপক হিট হয়, তখন শ্রোতারা নতুন ধামাকার অপেক্ষা করে। আমি মনে করি, এ ক্ষেত্রে ভাগ্য একটা ফ্যাক্ট, অনেক ভালো গান ক্লিক নাও করতে পারে। প্রিয়তমার চেয়েও ভালো গান হচ্ছে। কিন্তু আমি ভাগ্যবান। যেহেতু অনেক দিন পর ব্যাক করলাম, তাই আমার কাছে এখন চাপ হচ্ছে নিয়মিত গান করা। ভালো কাজ করতে চাই। ভালো গান, গল্প, সিনেমার সঙ্গে থাকতে চাই।