দেশের বেশির ভাগ এলাকায় বর্ষা জেঁকে বসেছে। সকাল থেকে আকাশ কালো করে মেঘ ভাসছে, তুমুল বৃষ্টিও ঝরছে। এত বৃষ্টির পরও গরম খুব একটা কমছে না; বরং বৃষ্টি থেমে যাওয়ার পর অনেক সময় ঘামঝরা গরম লাগছে। ঋতুচক্রের বৈশিষ্ট্য ও আবহাওয়া নিয়ে গবেষণা করেন, এমন বিশেষজ্ঞরা বলছেন, বছরের অন্য সময়ের তুলনায় বর্ষার বৃষ্টি একটু গরমই থাকে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, গতকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার। সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর আকাশ ছিল কালো মেঘে ঢাকা। কিন্তু তাতে রাজধানীর তাপমাত্রা খুব বেশি কমেনি। দুপুরে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।
বাংলাদেশে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা ঋতু থাকে। এই সময়ে গড়পড়তায় বৃষ্টির তাপমাত্রা থাকে ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পানি কী ওই তাপমাত্রা নিয়েই বাংলাদেশে আসে, নাকি বাংলাদেশের আকাশ সীমায় এসে এর তাপ বাড়তে থাকে—এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমে জানতে হবে, মৌসুমি বায়ু আসে কোথা থেকে। বিশাল মেঘমালা নিয়ে আসা ওই বায়ু কত ওপরে ওঠে। সেখানকার তাপমাত্রা কত?