গত ১৭ মে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রজ্ঞাপন জারি করেছিল যে ২০ বছরের পুরোনো বাস ও ২৫ বছরের পুরোনো ট্রাক সড়কে নামতে পারবে না। এর কারণ হিসেবে বলা হয়েছিল, পুরোনো যানবাহনের কারণে যেমন সড়ক দুর্ঘটনা হয়, তেমনি পরিবেশদূষণ বাড়ে।
মেয়াদোত্তীর্ণ লক্কড়ঝক্কড় মার্কা যানবাহন সড়কে চলাচল নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন পরিবেশবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ৭ মের সিদ্ধান্তে তাঁরা কিছুটা আশ্বস্ত হয়েছিলেন।
কিন্তু তাঁদের সেই আশ্বস্ত হওয়া আর দীর্ঘস্থায়ী হয়নি। ৭ আগস্ট প্রথম আলোর খবরে বলা হয়, পরিবহনমালিক-শ্রমিকদের চাপের মুখে পুরোনো লক্কড়ঝক্কড় যানবাহন উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে পিছু হটেছে সরকার। ফলে ২০ বছরের পুরোনো বাস এবং ২৫ বছরের পুরোনো ট্রাক অবাধে চলতে পারবে সড়কে।