You have reached your daily news limit

Please log in to continue


কক্সবাজারে নামছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষত

কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে; পানি নামার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষতির চিহ্ন।

বুধবার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বন্যায় মহাসড়ক, আঞ্চলিক সড়ক, কাঁচা রাস্তা ও কালভার্ট ভেঙে গেছে। বেড়িবাঁধ, ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান যেন কেউ গুঁড়িয়ে দিয়েছে। ভেসে গেছে বীজতলা, ফসলের মাঠ ও মাছের ঘের।

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বুধবার ভোর পর্যন্ত জেলায় ভারি বৃষ্টি হয়নি; ভোরে হালকা বৃষ্টি হলেও তা বেশিক্ষণ স্থায়ী ছিল না।

পানিতে তলিয়ে যাওয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সরাসরি যান চলাচল এখনও বন্ধ। তবে আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক মহাসড়ক হয়ে চট্টগ্রাম-কক্সবাজার যান চলাচল করছে বলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন