ঘরেই বানান নাইটক্রিম

সমকাল প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৩, ১৩:৩১

সারা দিনের ব্যস্ততার ছাপ শুধু শরীরে নয়, পড়ে ত্বকেও।  কিন্তু কাজের মাঝে ত্বকের যত্ন নেওয়ার সময় হয় না। আলাদা করে ত্বকের পরিচর্যায় সময় দিতে পারেন না অনেকেই। দীর্ঘ দিনের অবহেলা আর অযত্নে ত্বক ধীরে ধীরে উজ্জ্বলতা হারাতে থাকে। সেক্ষেত্রে ত্বকের সজীবতা বজায় রাখতে বেশ কিছু নিয়ম মানা জরুরি। অনেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে বাজারচলতি নাইট ক্রিম ব্যবহার করেন। কিন্তু নাইটক্রিমেও নানা রাসায়নিক উপাদানের ছোঁয়া থাকতে পারে। এজন্য রাত্রিকালীন রূপচর্চায় ভরসা রাখতে পারেন বাড়িতে তৈরি নাইটক্রিমে।


কীভাবে বানাবেন


১.অলিভ অয়েল ও নারকেল তেলের মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মাখতে পারেন। ত্বক কোমল ও মসৃণ হবে।


২. এক চামচ অ্যালোভেরা জেল, এক চামচ ল্যাভেন্ডার অয়েল আর দু’ফোঁটা প্রিমরোজ অয়েল একসঙ্গে ভাল করে মিশিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে মাখুন। এতে ত্বক টানটান ও উজ্জ্বল হবে।


৩. গ্রিন টি এবং হোয়াইট টি, দু’টিতেই প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট আছে। এসব উপাদান ত্বককে অকাল বার্ধক্যের হাত থেকে রক্ষা করে। গোলাপের পাপড়ি, কাঠবাদাম তেল, নারকেল তেল এবং আরও  দু’রকম চা একটি পাত্রে পানিতে ফুটিয়ে তাতে আরও একটি কাচের পাত্রে রেখে ফুটিয়ে নিলেই তৈরি হবে নাইটক্রিম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us