ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে পিএসজির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত রয়েছে চুক্তি। তবে গণমাধ্যমের খবর, চুক্তির মেয়াদ শেষের আগেই ফ্রেঞ্চ ক্লাবটি ছাড়তে চান ৩১ বর্ষী ফুটবলার। আবারো তিনি বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী।
বার্সার সূত্রগুলো অবশ্য নেইমারের ফিরে আসার সম্ভাবনাকে নাকচ করছে। আর্থিকভাবে বিষয়টি কতটা উপযুক্ত হবে, তা নিয়ে ক্লাবের অভ্যন্তরে রয়েছে বিভক্তি।
সাবেক ক্লাবে ফিরতে পারলে নেইমার আনন্দিত হবেন বলেও সূত্র জানাচ্ছে। তবে বার্সার আর্থিক সংকট এবং কোচ জাভি হার্নান্দেজের তার প্রত্যাবর্তনের বিপক্ষে অবস্থান নেয়ায় সেই সম্ভাবনা আপাতত ক্ষীণই বলা যায়।
লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা নতুন মৌসুম শুরুর মাত্র কয়েকদিন বাকি থাকলেও নতুন চুক্তি সম্পন্ন করতে পারেনি। যার ফলে আগামী রোববার গেটাফের বিপক্ষে ম্যাচের আগে দলটি মাত্র ১৩ জন ফুটবলারকে সঙ্গে পাচ্ছে। ফ্রাঙ্ক কেসিয়ে সৌদি আরবে এবং উসমানে দেম্বেলে পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করার প্রেক্ষিতে বার্সার হাতে মাত্র ১১ ফুটবলার অবশিষ্ট থাকবে।