একেকটি দিন অতিবাহিত হচ্ছে, আর পিএসজি শিবিরে কিলিয়ান এমবাপেকে ঘিরে নানামুখী শঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। যেকোনো মূল্যে এই ফরাসি তারকাকে চলতি দলবদলেই বিক্রি করে দিতে চায় ক্লাবটি। কিন্তু সবার পক্ষে যায়, এমন যুতসই প্রস্তাব না মেলায় সমস্যা তীব্রতর হচ্ছে। কারণ, সময় যে ফুরিয়ে আসছে!
পিএসজি খুব করে চায় এমবাপেকে ধরে রাখতে, কিন্তু বিশ্বকাপ জয়ী এই তারকা অনেক আগে থেকে রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখছেন। গত বছর তো তার সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটিতে যোগ দেওয়া একরকম নিশ্চিতই হয়ে গিয়েছিল; কিন্তু নানা নাটকীয়তার পর শেষ মুহূর্তে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন তিনি।
ওই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে। চুক্তির মেয়াদ আর বাড়াবেন না বলে আগেই সাফ জানিয়ে দিয়েছেন এমবাপে। তাই এখনই তাকে বিক্রি না করতে পারলে আগামী বছর বিনামূল্যে ছেড়ে দিতে হবে। এতবড় আর্থিক ক্ষতি মানতে পারছে না পিএসজি। তাই এই গ্রীষ্মের দলবদলেই তাকে ছেড়ে দিতে চায় দলটি।