কিশোরগঞ্জে ১০ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

চ্যানেল আই প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৩, ০৯:১১

দীর্ঘ ১০ ঘণ্টা পর কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচর রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। রোববার (৬ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বগিটি উদ্ধার করে উদ্ধারকারী দল। বগিটি উদ্ধারের পর ঢাকা-কিশোরগঞ্জ ও চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


উদ্ধার কাজ বিলম্ব হওয়ায় ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। সোমবার সকালে যথাসময়ে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করবে এগারসিন্দুর এক্সপ্রেস। এছাড়া উদ্ধারকাজ শেষ হওয়া পর সরারচর স্টেশনে আটকা পড়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন সরারচর রেলস্টেশন থেকে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করেছে।


কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, রোববার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে উদ্ধারকারী ট্রেনটি ঘটনা স্থলে এসে পৌছায়। মালামাল নামিয়ে ৮ টার দিকে উদ্ধার কাজ শুরু হয়। সাড়ে ৩ ঘন্টা চেষ্টায় রাত সাড়ে ১১ টার দিকে বগি উদ্ধার করা হয়। এতে ঢাকা-ময়মনসিংহ ভায়া ভৈরব এবং ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us