ঈদুল আজহায় মুক্তি পেয়েছে হিমেল আশরাফ পরিচালিত সিনেমা ‘প্রিয়তমা’। টানা ছয় সপ্তাহ ধরে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এখনও চলছে শাকিব খান অভিনীত সিনেমাটি। নির্মাতা-প্রযোজকদের দাবি অনুসারে, ছবিটির আয়ও বিস্ময়কর।
দেশের এমন রমরমা অবস্থার মধ্যে বিদেশেও দাপট দেখাচ্ছে ‘প্রিয়তমা’। ইতোমধ্যে বাংলাদেশি সিনেমা হিসেবে আমেরিকার বাজারে সর্বোচ্চ কালেকশন করা ছবিগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে চলে এসেছে এটি। অনম বিশ্বাস নির্মিত ‘দেবী’কে টপকে এই জায়গা দখল করলো ছবিটি।
খবরটি নিশ্চিত করলেন ছবিটির উত্তর আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। তিনি জানান, গত ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তির পর চার সপ্তাহে এর গ্রস বক্স অফিস কালেকশন ১ লাখ ২৬ হাজার ডলার। এর আগে তৃতীয় সর্বোচ্চ কালেকশনের রেকর্ড ছিল চঞ্চল চৌধুরী ও জয়া আহসান অভিনীত ‘দেবী’র দখলে (১ লাখ ২৫ হাজার ডলার)।