ওমানে আটকের ১২ ঘণ্টা পর মুক্তি পেলেন বাংলাদেশের এমপি খাদিজাতুল আনোয়ার

ডেইলি স্টার প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৩, ০৯:১৫

অনুমতি ছাড়া রাজনৈতিক সভা করার অভিযোগে গত মঙ্গলবার রাতে আটকের ১২ ঘণ্টা পর চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসন-১৯-এর সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিকে মুক্তি দিয়েছে ওমানের পুলিশ।


নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক জানিয়েছেন, খাদিজাতুল আনোয়ার মঙ্গলবার ব্যক্তিগত সফরে ওমানে যান এবং রাতে হাফা হাউস মাসকট হোটেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন।


কূটনীতিক আরও বলেন, 'সেখানে অনুমতি ছাড়া রাজনৈতিক সভা করা বেআইনি হওয়ায় রাত সাড়ে ১০টার দিকে সভা চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। ওমানে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে গতকাল সকাল ১০টার দিকে তাকে মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়। তবে তার সঙ্গে আটক তার সহযোগীদের মুক্তি দেওয়া হয়নি।'


পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন অবশ্য বলেছেন, ওমানে কোনো সংসদ সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে তার কোনো ধারণা নেই।


পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, 'আমরা জানি না। আমরা সরকারিভাবে কোনো এমপিকে ওমানে পাঠাইনি। এটা আপনাদের কাছ থেকেই শুনলাম।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us