You have reached your daily news limit

Please log in to continue


সিলেট সীমান্তে ‘ম্যানেজ’ করে চোরাচালান

ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনস্থল জাফলং। সবুজ পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলনস্থল জাফলংয়ের জিরো পয়েন্টে প্রায় সারাবছর পর্যটকদের আনাগোনা। ফলে এখানকার আইনশৃঙ্খলা রক্ষায় সব সময় সতর্ক দৃষ্টি থাকে বিজিবি ও পুলিশের। সীমান্তের ওপারে সক্রিয় ভারতের বিএসএফও। এত সতর্ক দৃষ্টির মধ্যেও এই সীমান্তে চলছে চোরাচালান।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা। জাফলং জিরো পয়েন্টে দেখা যায়, দুই যুবক সীমান্তের খুব কাছে ঘোরাফেরা করছে। পাশেই সাদা পোশাকে একজন বিজিবি সদস্য দাঁড়িয়ে। মিনিট দুয়েক পর তার চোখের ইশারায় সীমান্তের ওপারের দিকে ছুটে যায় দুই যুবক। মিনিট পাঁচেকের মধ্যে একাধিক ব্যাগ হাতে আবার তারা প্রবেশ করে বাংলাদেশে।

শুধু জাফলং নয়, অভিযোগ আছে, সিলেট সীমান্তের ছয়টি উপজেলার শতাধিক পয়েন্টে উভয় পারের সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ‌‘ম্যানেজ’ করে দীর্ঘদিন ধরে চোরাচালান হয়ে আসছে। যারা ‘ম্যানেজ’ করতে না পারে, তারাই কেবল ধরা পড়ে পুলিশ কিংবা বিজিবির হাতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন