বেসরকারি শিক্ষা জাতীয়করণ ভাবতে হবে এখনই

ইত্তেফাক এ বি এম মাহবুবুল হক ইকবাল প্রকাশিত: ০২ আগস্ট ২০২৩, ১১:৩৯

বিগত ১১ জুলাই থেকে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত-সহস্র শিক্ষক। শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে তাদের এই অবস্থান। কারিকুলাম, সিলেবাস, একাডেমিক সময়সূচি, প্রশ্নপত্র প্রণয়ন এবং উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে সরকারি-বেসরকারি কোনো পার্থক্য না থাকলেও আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে রয়েছে পাহাড়সম বৈষম্য। সরকারি একজন শিক্ষক বাড়িভাড়া পান মূল বেতনের ৪০-৪৫ শতাংশ আর বেসরকারি শিক্ষক পান মাত্র ১ হাজার টাকা। উত্সব ভাতা সরকারি শিক্ষক পান মূল বেতনের ১০০ ভাগ, বেসরকারি শিক্ষক পান মাত্র ২৫ ভাগ। আছে পদোন্নতির জট-জটিলতা। বর্তমানে অ্যান্ট্রি পদে নিয়োগের ক্ষমতা সরকার গ্রহণ করেছেন; কিন্তু প্রতিষ্ঠান প্রধান কিংবা সহপ্রতিষ্ঠান প্রধান পদে নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি আর গভর্নিং বডির হাতে থাকায় ব্যতিক্রম বাদে ১০ থেকে ২০ লাখ টাকা খরচ না করে কেউ নিয়োগ পান না।


শিক্ষক আন্দোলনের ৯ম দিনে অর্থাত্ ১৯ জুলাই শিক্ষামন্ত্রীর সঙ্গে জাতীয়করণ বিষয় বৈঠক করেন শিক্ষকরা। বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, জাতীয় নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়। বৈশ্বিক এই অবস্থার মধ্যে আর্থিক বিরাট বোঝা কাঁধে নেওয়া কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়। বিপরীতে শিক্ষকরা বলেন, প্রতিষ্ঠানের ফান্ড ও শিক্ষার্থীদের বেতন সরকারের নিয়ন্ত্রণে নিয়ে খুব সহজেই জাতীয়করণ করা সম্ভব। তবে কেন এই ‘আর্থিক বিরাট বোঝা’ তা নিয়ে কিছু বলা সমীচীন বলে মনে করছি। কারণ সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৩০ হাজার ৫৪০টি আর কর্মরত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৫ লাখ ৬২ হাজার ৬৬৩ জন। এই সংখ্যা অর্ধেকে সীমাবদ্ধ না রাখতে পারলেও ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা’ প্রণয়নে দূরদর্শিতা থাকলে এই সংখ্যা দুই-তৃতীয়াংশ রাখা সম্ভব ছিল। কোনো কোনো এলাকায় যত নেতা তত শিক্ষাপ্রতিষ্ঠান। বরিশাল জেলার একটি উপজেলায় এমপিওভুক্ত  কলেজের সংখ্যা ১৮টি। অন্য একটি উপজেলায় পুরোনো কলেজটি সরকারিকরণের পরপর স্থাপন করা হয়েছে এক কিলোমিটার দূরত্বের মধ্যে দুটি মহিলা কলেজ। গোড়া থেকে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের দূরত্ব, ন্যূনতম জনসংখ্যা এবং কাম্য শিক্ষার্থীর সংখ্যাকে। সর্বশেষ এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী বেতন-ভাতার সরকারি অংশ প্রাপ্তির জন্য কলেজে কাম্য শিক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করা হয়েছে দুটি বিভাগে দুটি বর্ষে ১৬০ জন। বিপরীতে বোর্ডের আসনসংখ্যা দুটি বিভাগে দুটি বর্ষে ৬০০টি। অর্থাত্ যে খরচে ৬০০ জন শিক্ষার্থীকে পড়ানো যেত, সেই খরচে ১৬০ জনকে পড়ানোর ব্যবস্থা এমপিও নীতিমালায় রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us