ত্রিপুরায় প্রবেশে বাংলাদেশিদের ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক

সমকাল প্রকাশিত: ০১ আগস্ট ২০২৩, ১৮:০১

বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের ক্ষেত্রে ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক করেছে ত্রিপুরা সরকার। সোমবার ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে এ বিষয়ে এক নির্দেশিকা জারি করা হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে ত্রিপুরায় ভ্রমণ করতে আসা নাগরিকদের স্থল সীমান্তগুলোতে বাধ্যতামূলক ডেঙ্গু পরীক্ষা করতে হবে।


জানা যায়, রাজ্যের সীমান্তগুলোতে সোমবার থেকেই ডেঙ্গু পরীক্ষা চালু হয়েছে। ইতোমধ্যেই বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরার একাধিক এলাকা থেকে ডেঙ্গু সংক্রমণের খবর পাওয়া গেছে। সরকারি তথ্য মতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। এরপরই নড়েচড়ে বসে ত্রিপুরা রাজ্য সরকার। রাজ্যটির স্বাস্থ্য দপ্তর জানায়, গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সবচেয়ে খারাপ অবস্থায় সিপাহীজলা জেলার সোনামুড়া এবং পশ্চিম ত্রিপুরা জেলায়। ডেঙ্গু কবলিত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চালানো হচ্ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us