১৩ ছক্কায় পুরানের ৫৫ বলে ১৩৭ রানের তাণ্ডব

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩, ১২:৫৬

১৮৪ রান তাড়ায় শূন্য রানেই বিদায় এক ওপেনারের। প্রথম ওভারেই ক্রিজে গিয়ে ইমাদ ওয়াসিমের একটি বল শুধু দেখলেন নিকোলাস পুরান। দ্বিতীয় বলটি উড়িয়ে মারলেন তিনি মিড উইকেট দিয়ে, পরেরটি আছড়ে ফেললেন সাইটস্ক্রিনে। সেই যে শুরু হলো, আর থামাথামি নেই! বিধ্বংসী ব্যাটিংয়ের প্রদর্শনীতে গুঁড়িয়ে দিলেন প্রতিপক্ষের বোলিং। 


ম্যাচ শেষ করে দলকে শিরোপা জিতিয়ে অপরাজিত থেকেই ফিরলেন পুরান। তার নামের পাশে তখন জ্বলজ্বল করছে ১০ চার ও ১৩ ছক্কায় ৫৫ বলে ১৩৭! 


পুরানের বিস্ফোরক এই ইনিংসেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের প্রথম আসরের শিরোপা জিতল এমআই নিউ ইয়র্ক। আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন দল এটি। 


বাংলাদেশ সময় সোমবার সকালে ডালাসে এই ম্যাচে কুইন্টন ডি ককের ৫২ বলে ৮৭ রানের ইনিংসে সিয়াটল ওর্কাস ২০ ওভারে তোলে ১৮৩ রান। রান তাড়ায় পুরানের রান উৎসবে নিউ ইয়র্ক ২৪ বল বাকি রেখেই জিতে যায় ৭ উইকেটে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us