কলকাতার নন্দনে দর্শকসারিতে বসে 'লাল শাড়ি' ছবিটি দেখলেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। কলকাতার নন্দনে চলছে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। রোববার ছিল উৎসবের দ্বিতীয় দিন। এদিন নন্দন-১ প্রেক্ষাগৃহে বিকেল সাড়ে ৩টা থেকে লাল শাড়ি ছবিটি দেখানো হয়। একপাশে অভিনেতা সাইমন সাদিক, অন্যপাশে পরিচালক বন্ধন বিশ্বাস‒ দুইজনকে সঙ্গে নিয়ে 'লাল শাড়ি' ছবিটি উপভোগ করেন ছবির নায়িকা অপু বিশ্বাস। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো সিনেমাটাই দর্শকসারিতে বসে দেখেন অপু। এদিন তার পরনেও ছিল লাল শাড়ি। আর গোটা শাড়ি জুড়েই বড় বড় হরফে লেখা 'লাল শাড়ি'।
বাংলাদেশের বাইরে কলকাতাতেও ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে অপু বিশ্বাস প্রযোজিত সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা 'লাল শাড়ি'। রোববার ছুটির দিনে তাই ছবিটি দেখার জন্য নন্দনেও ভিড় জমান অসংখ্য সিনেমাপ্রেমী মানুষরা। ইতোমধ্যে গুণীজন মহলে ছবিটি প্রশংসিতও হয়েছে। ছবি দেখার আগে এদিন লাল শাড়ি পরেই চিত্রগ্রাহকদের অনুরোধে পোজ দিতে দেখা যায় অপুকে। এর আগে নন্দন চত্বরে সিনেমাপ্রেমী মানুষদের সঙ্গে মতবিনিময়ও করেন তিনি। পরে সাইমন সাদিককে নিয়েই সংবাদ সম্মেলনে উপস্থিত হন অপু।