আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির দেওয়া ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচির পাল্টা একই কর্মসূচি থেকে সরে এসেছে আওয়ামী লীগ। শুক্রবার (২৯ জুলাই) গভীর রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক পাহারা দেবে বলে জানা গেছে। তবে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার হলেও অঙ্গ সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ অবস্থান কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত জানায়নি।
এদিকে, শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে কি না, সে বিষয়ে আজ সকালে সিদ্ধান্ত নেবে বিএনপিসহ বিরোধী দলগুলো। এ বিষয়ে বিএনপির শীর্ষনেতৃত্ব থেকে স্পষ্ট করে কিছু না জানালেও এটুকু জানানো হয় যে, আজ সকালে সংবাদ সম্মেলন করে বা গণমাধ্যমে খুদেবার্তা পাঠিয়ে কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা বলেন, যেহেতু অনেক রাতে ডিএমপির পক্ষ থেকে এ সিদ্ধান্ত দেওয়া হয় সেহেতু আমরা আজ সকালে আমাদের সিদ্ধান্ত জানাব।