বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ সরকার দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। বিচার ব্যবস্থা ধ্বংস করেছে।
দেশের প্রতিটি সেক্টর আজ ধ্বংস করে দিয়েছে। আজ মানুষের কোনো অধিকার নেই। সব কিছু কেড়ে নিয়েছে এরা।
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে নয়াপল্টনে সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই দাবিতে সমাবেশ থেকে শনিবার (২৯ জুলাই) ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুর দুইটার দিকে সমাবেশ শুরু হয়।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে দেশে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, তাকে আজ অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। আর তার সন্তান তারেক রহমান দেশে ভূলণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করে যাচ্ছেন। তাকেও মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত রাখা হয়েছে।
তিনি বলেন, আজ মানুষ দুবেলা পেট ভরে ভাত খেতে পারে না। জিনিসপত্রের দামের কারণে মানুষের জীবন আজ অনিষ্ট হয়ে গেছে। আজ বিদ্যুতের দাম বেড়েছে। বিদ্যুতে নাকি আজ স্বয়ংসম্পূর্ণ। অথচ বিদ্যুৎ নেই। কিছুদিন পরপরই বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম।