নেতা-কর্মীদের ভার বহন করতে না পারায় এর আগে ভেঙে পড়েছিল আওয়ামী লীগের মঞ্চ। আর এবার ভেঙে পড়ল বিএনপির মঞ্চ। ২২ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন ছাত্র-যুব সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’-এর মঞ্চ নেতা-কর্মীদের ভারে ভেঙে পড়েছে। প্রচারসর্বস্ব নেতার ভারে মঞ্চ ভেঙে পড়াটা খুব স্বাভাবিক হলেও তাৎপর্যপূর্ণ। এ প্রসঙ্গে মনে পড়ছে একটি উপন্যাসের কথা।
১৯৯৫ সালের ফেব্রুয়ারির বইমেলায় লেখক হুমায়ুন আজাদের একটি উপন্যাস প্রকাশিত হয়েছিল। উপন্যাসের নাম ‘সবকিছু ভেঙে পড়ে’। এই উপন্যাসের প্রধান চরিত্র মাহবুব পেশায় একজন প্রকৌশলী, যিনি সেতু নির্মাণ করেন। কাঠামো-নির্মাণ পেশার অভিজ্ঞতার সঙ্গে ব্যক্তিগত জীবনের পারস্পরিক মিল খুঁজে পান মাহবুব। ফলে জাগতিক বস্তুগত, অবস্তুগত এবং মনস্তাত্ত্বিক বিষয়াদি তাঁর কাছে সমার্থক হয়ে দেখা দেয়। তাঁর দৃষ্টিতে নারী-পুরুষের সম্পর্ক একটি কাঠামো, যার কাজ ভার বহন করা। কিন্তু এই সম্পর্ক লোভ-মোহ-কাম বা প্রবৃত্তির দ্বারা পরিচালিত হতে হতে কাঠামোটি ভার বহন করতে না পেরে একসময় ভেঙে পড়ে। তখন জীবনের সবকিছুই ভেঙে পড়ে।