জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে ফৌজদারি মামলা করার ক্ষমতা দিয়ে আইন সংশোধন করা হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান এ তথ্য দিয়েছেন।
গতকাল বুধবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিবিষয়ক অবহিতকরণ কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালা যৌথভাবে আয়োজন করে ইআরএফ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ইআরএফ সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।