You have reached your daily news limit

Please log in to continue


২৭ জুলাইয়ের সমাবেশ: রাজধানীর ‘দখল’ ছাড়বে না আওয়ামী লীগ

বিএনপি ও সমমনা দলগুলো বিশৃঙ্খল অবস্থা তৈরি করে নগরীকে অচল করে দিতে পারে এমন আশঙ্কায় আওয়ামী লীগ আগামীকাল সকাল থেকে ঢাকা মহানগরজুড়ে তাদের কর্মীদের নিজ নিজ এলাকায় পাহারায় বসানোর পরিকল্পনা করছে। এর মাধ্যমে ক্ষমতাসীন দল রাজধানীতে তাদের শক্ত অবস্থান বজায় রাখবে।

দলের অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে, বিএনপির মহাসমাবেশ মোকাবিলায় 'শান্তি শোভাযাত্রা' আয়োজনের পাশাপাশি, দলটি তার নেতাকর্মীদের শহরজুড়ে সতর্ক অবস্থায় রাখবে।

এ ছাড়া, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য সমাবেশে দলের শক্তিমত্তা প্রদর্শনের জন্য রেকর্ড জনসমাগম নিশ্চিত করতে চায় দলটি।

এই সমাবেশের আয়োজন করছে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। ঢাকা মহানগর আওয়ামী লীগের (উত্তর ও দক্ষিণ) নেতাকর্মীরা নিজ নিজ ইউনিট কার্যালয়ে অবস্থান করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, নগর শাখার নেতাকর্মীরা আগামীকাল সকাল থেকে সতর্ক অবস্থানে থাকবেন কারণ মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির পরিকল্পনা সম্পর্কে ক্ষমতাসীন দলের নেতারা এখনো অন্ধকারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন