মশার ভয়ে হাত-পা গুটিয়ে আছেন কর্মকর্তারা

যুগান্তর প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩, ০৮:৪৯

মেইন গেট খোলাই ছিল। ভেতরে ঢুকতেই এগিয়ে এলেন নিরাপত্তা প্রহরী। সাংবাদিক পরিচয় পেয়ে তিনি দেখিয়ে দিলেন দোতলার সিঁড়ি। কিন্তু দোতলার বেশিরভাগ কক্ষই খালি। চেয়ার-টেবিলও নেই। মেঝেতে পুরু ধুলোর আস্তর। রীতিমতো পরিত্যক্ত কয়েকটি কক্ষে ছড়িয়ে আছে ইঁদুর ও তেলাপোকার বিষ্ঠা। পুরো অফিস চত্বরে সুনসান নীরবতা।


দেশজুড়ে যখন মশার রাজত্ব। তখন সোমবার ঢাকা মশক নিবারণী দপ্তরে গিয়ে এমন চিত্র দেখা গেল। দুপুর তখন ১২টা। অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলামের চেয়ার ফাঁকা। আশপাশের অন্য কর্মকর্তাদের কক্ষগুলোও খালি। তবে একটি কক্ষে প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিনকে পাওয়া গেল। তিনি আনমনে কম্পিউটারে কিছু একটা লিখছেন। তার কাছে প্রথম প্রশ্ন-‘আপনাদের অফিসে মশা নেই? জামালের সহজ উত্তর। অবশ্যই আছে। ডেঙ্গুর এই মৌসুমে তো আমরা রীতিমতো ভয়ে আছি।’ তাহলে মশক নিবারণী দপ্তরের এমন করুণ দশা কেন? এবার অনেকটাই নীরব জামাল উদ্দিন। বললেন, যদি কিছু জানতে চান আমার ওপরের স্যারদের কাছে যান। মিডিয়ার সঙ্গে কথা বলার এখতিয়ার আমার নেই।


সরকারি ওয়েবসাইট থেকে জানা যায়, ঢাকা মশক নিবারণী দপ্তর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান। কর্মরত জনবলের সংখ্যা ২৪১ জন। তবে নিজস্ব কার্যক্রম না থাকায় জনবলের একটি বড় অংশ দুই সিটি করপোরেশনে সংযুক্ত রাখা হয়েছে। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনে ৯৩ জন এবং উত্তরে আছেন ১০৬ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই

প্রথম আলো | ঢাকা মেট্রোপলিটন
সম্পাদকীয় ১ সপ্তাহ, ৩ দিন আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us