ডেঙ্গুর চোখরাঙানিতে ভয়াবহতার শঙ্কা

আজকের পত্রিকা প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৪, ১০:২০

আগের যেকোনো সময়ের তুলনায় এ বছর ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। ২০২৩ সালের চেয়ে আক্রান্ত ও সংক্রমণ দ্বিগুণ বা তিন গুণ হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ ও তুলনামূলক বিশ্লেষণ থেকে এমন আভাস মিলেছে। মৌসুম ছাড়াই বছরের শুরুতে সারা দেশে ডেঙ্গু রোগের সংক্রমণ চলছে। রোগটিতে আক্রান্ত হয়ে এরই মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৮০০-এর মতো মানুষ। তাদের মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। সময়মতো যথাযথ প্রস্তুতি না নিলে ডেঙ্গু মৌসুমে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।


২০২৩ ও ২০২৪ সালের প্রথম তিন মাসের আক্রান্ত ও মৃত্যুর তুলনামূলক চিত্র বিশ্লেষণ করে স্বাস্থ্য অধিদপ্তর দেখতে পেয়েছে, ২০২৩ সালের প্রথম তিন মাসে আক্রান্ত হয়েছিল ৮৪৩ জন। অথচ চলতি বছরে একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৭০৫ জন। অর্থাৎ আগের বছরের তুলনায় চলতি বছরে আক্রান্ত হওয়ার হার দ্বিগুণের বেশি। ২০২৩ সালের প্রথম তিন মাসে মৃত্যু হয়েছিল ৬ জনের, কিন্তু চলতি বছরে মৃত্যু হয়েছে ২২ জনের। সেই হিসাবে মৃত্যুর হার বেড়ে হয়েছে প্রায় চার গুণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই

প্রথম আলো | ঢাকা মেট্রোপলিটন
সম্পাদকীয় ১ সপ্তাহ, ৫ দিন আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us