যে কারণে অ্যাপলের পণ্যে সাদার আধিক্য

ডেইলি স্টার প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩, ১৬:৫১

অ্যাপলের কীবোর্ড, ক্যাবল, আইফোনের বক্স, অ্যাডাপটর, আইপড, এয়ারপড- সবগুলো পণ্যই সাদা রঙের। বিষয়টা বেশ মজারই বটে। সাম্প্রতিক বছরগুলোতে অ্যাপল অবশ্য বিভিন্ন রঙের আইফোন ও আইম্যাক বাজারে ছেড়েছে। তারপরও অ্যাপলের সঙ্গে সাদা রঙের নিবিড় সম্পর্ক কারও চোখ এড়িয়ে যায় না।


২০১১ সাল থেকে অ্যাপল সব সাদা রঙের পণ্য তৈরি শুরু করে। এমনকি অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসও এই ধারণা পছন্দ করতেন না।


লেখক লিন্ডার কেনেডি তার লেখা বই 'জনি আইভ, দ্য জিনিয়াস বিহাইন্ড অ্যাপল'স গ্রেটেস্ট প্রোডাক্টস' বইতে লিখেন, 'প্রাথমিকভাবে, স্টিভ জবস সাদা রঙের পণ্যের বিরোধিতা করেছিলেন।'


কিন্তু অ্যাপলের প্রধান ডিজাইনার সাদা রঙের পণ্যের পক্ষে অবস্থান নিয়েছিলেন। সেই স্কুল জীবন থেকে সাদা প্লাস্টিক দিয়ে পণ্য তৈরি করতে শুরু করেন জনি আইভ।


অ্যাপলের তৈরি স্বচ্ছ প্লাস্টিকের আইম্যাকের প্রতিক্রিয়ায় আইভ সাদা অ্যাপল পণ্যের দিকে ঝুঁকেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us