নিষেধাজ্ঞা নয়, ম্যাচ ফির ৭৫ শতাংশ কাটা হলো ভারতীয় অধিনায়কের

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩, ১২:৪৭

তিনি এখন ‘টক অব দ্য ক্রিকেট ওয়ার্ল্ড’। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ আর খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ার এবং প্রতিপক্ষ বাংলাদেশ দলকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করে যারপরণাই সমালোচিত এখন ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রিত কাউর।


এমন আচরণের জন্য শাস্তি পেতে যাচ্ছেন হারমানপ্রিত। তবে নিষেধাজ্ঞা নয়। বিসিবির উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, ভারতীয় অধিনায়কের ৭৫ ভাগ ম্যাচ ফি কাটা গেছে এবং তার বিপক্ষে ৪টি ডিমেরিটস পয়েন্ট জমা হয়েছে।


সূত্র জানায়, আউট হয়ে উইকেটে লাথি দিয়ে ম্যাচ ফির ৫০ ভাগ জরিমানা গুণতে হবে হারমানপ্রিতকে। সঙ্গে একটি ডিমেরিটস পয়েন্টও যোগ হবে।


আর খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ার ও প্রতিপক্ষ বাংলাদেশ নারী দলকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় তার ম্যাচ ফির আরও ২৫ শতাংশ কেটে নেওয়া হবে। আর তিনটি ডিমেরিটস পয়েন্ট জমা পড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us