শিশু জন্মের সময় ধাত্রী বা চিকিৎসক দক্ষ ও যোগ্য না হলে শিশু বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। একটি শিশুর জন্মের সময়টা যেমন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে একটি রাজনৈতিক দলের জন্মের মুহূর্তটাও খুব গুরুত্বপূর্ণ। শিশু বিকলাঙ্গ হলে পরিবারের কষ্ট হয় আর কোনো একটি রাজনৈতিক দলের জন্ম সুস্থ ও সুষ্ঠুভাবে না হলে একটি জাতিকে তার খেসারত দিতে হয়। বিএনপি নামের দলটির ক্ষেত্রে এটি শতভাগ প্রযোজ্য।
বলা যেতে পারে, বাংলাদেশে বর্তমানে যেসব দল সক্রিয়, তার মধ্যে শুধু দুটি রাজনৈতিক দলের জন্ম স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছিল। প্রথমটি বাংলাদেশ আওয়ামী লীগ আর অন্যটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। ১৯৫৭ সালে আওয়ামী লীগ ভেঙে মওলানা ভাসানী ন্যাপ গঠন করেছিলেন। কমিউনিস্ট পার্টির জন্ম ঔপনিবেশিক শাসনামলে।