কানাডায় সাকিবের অলরাউন্ড নৈপুণ্য, ব্যর্থ লিটন

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ১১:৪৩

জয় দিয়ে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শুরু করেছেন সাকিব আল হাসান। শুক্রবার তাদের দল মন্ট্রিয়ল টাইগার্স মুখোমুখি হয়েছিল লিটনদের সারে জাগুয়ার্সের। ম্যাচটা সাকিবরা ৫ উইকেটে জিতেছে ৯ বল হাতে রেখে। 


মন্ট্রিয়ল টাইগার্সের জয়ের দিনে ব্যাট-বলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন সাকিব। সতীর্থ লিটন দাস অবশ্য ব্যর্থ হয়েছেন। সাকিবের বলে মাত্র ৯ রানে আউট হয়েছেন তিনি। দলের সেরা বোলারও ছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন সাকিব। লিটন ছাড়া পারগাত সিং ও ম্যাথু ফোর্ডের উইকেটও নিয়েছেন। ২৫ রানে দুটি নিয়েছেন আব্বাস আফ্রিদি। ৩৩ রানে একটি নিয়েছেন কালিম সানা। 


টস হেরে ব্যাট করা সারে ৬ উইকেটে করতে পেরেছে ১৩৬ রান। অধিনায়ক ইফতিখার আহমেদ ৪৪ বলে ৪০ রানে অপরাজিত ছিলেন। জবাবে ৫ উইকেট হারিয়ে সাকিবরা ১৮.৩ ওভারে জয় নিশ্চিত করেছে। তিনে নামা সাকিব ১৩ বলে ৪টি চারে ও ১ ছক্কায় ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। নেমে শুরুর ওভারেই মারেন দুটি চার ও একটি ছয়। পরে সাজঘরে ফিরেছেন লামিচানের বলে ক্যাচ আউট হয়ে। সাকিব ছাড়া উল্লেখযোগ্য ২৮ রান আসে দীপেন্দ্র সিং এইরির ব্যাট থেকে। তিনি আউট হলেও ২৮ রানে অপরাজিত ছিলেন দিলপ্রীত সিং। ম্যাচসেরা হয়েছেন দিলপ্রীত। তার ৩১ বলের ইনিংসে ছিল মাত্র একটি ছয়। তাছাড়া কার্লোস ব্র্যাথওয়েট ৬ বলে দুই ছক্কায় ১৪ রানের ক্যামিও ইনিংসে অপরাজিত ছিলেন। সারের হয়ে ১৭ রানে দুটি উইকেট নিয়েছেন সন্দীপ লামিচানে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us