এরা মানুষ নাকি রোবট জানি না : মিথিলা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ১১:২২

নেটমাধ্যমে হরহামেশা তারকাদের ট্রল হতে দেখা যায়। পান থেকে চুন খসলেই হলো, তাহলে আর রক্ষা নেই। বাংলাদেশে এই ব্যাপারটা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার ক্ষেত্রে একটু বেশিই দেখা যায়। এবার বিষয়টি নিয়ে ওপার বাংলার একটি পডকাস্টে মুখ খুললেন অভিনেত্রী।


মিথিলা জানান, আগে একটা সময় ছিল যখন তাকে এই ব্যাপারগুলো ভাবাত, এখন আর ভাবায় না। তার কথায়, ‘সোশ্যাল মিডিয়ায় লোকজন যারা আমাকে না চিনেই মন্তব্য করছেন, তারা আসলে কারা তা আগে জানতে হবে। এরা মানুষ, অটোবটস নাকি রোবট তা-ও কিন্তু আমি জানি না।মিথিলা আরও বলেন, ‘যারা আমাকে ট্রল করেন, তারা আমাকে কাছ থেকে দেখেনি। পারসোনালি আমার সাথে তাদের কোনো চেনাজানা নেই। এরা বাইরে থেকে একটা পরিস্থিতি দেখে এরপর নিজের মতো করে একটি কল্পনা ও দৃষ্টিভঙ্গি দাঁড় করায় যে, মিথিলা এরকম অথবা মিথিলা ওইরকম। এটা তাদের ভাবনার বহিঃপ্রকাশ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us