রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির আন্দোলন মোকাবিলায় ক্ষমতাসীন আওয়ামী লীগ বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে। ১৪ দল ছাড়াও সমমনাদের নিয়ে একাধিক ফ্রন্ট গঠন করে নির্বাচন পর্যন্ত যুগপৎ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা নিয়ে কাজ করছেন শাসক দলের নীতিনির্ধারকরা।
বুধবার গণভবনে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে নতুন জোট মাঠে নামানোর সিদ্ধান্ত হয়। শিগগির নতুন ও পুরোনো কয়েকটি রাজনৈতিক দল মিলিয়ে একটি এবং ইসলামিক দলগুলোকে নিয়ে আরও একটি ফ্রন্ট আত্মপ্রকাশ করতে পারে। তারা বিএনপিকে মোকাবিলায় আওয়ামী লীগের সমর্থনে রাজপথে কর্মসূচি পালন করবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত দলের সম্পাদকমণ্ডলীর বৈঠকে বলেছেন, আমাদের নির্বাচন হবে আমাদের নিয়মে, সংবিধানে যেভাবে লেখা আছে। এর বাইরে কারও চক্রান্তমূলক অভিলাষ বাস্তবায়ন হতে দেব না।
এ সময় তিনি বিএনপির যুগপৎ আন্দোলন মোকাবিলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে ৩০ জুলাই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ও ২ আগস্ট রংপুরে প্রধানমন্ত্রীর সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন। তবে রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানিয়েছেন- গণভবনের বর্ধিত সভার তারিখ পরিবর্তন করে ৬ আগস্ট করা হয়েছে।