অনেকদিন পর ফিফা র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সমকাল প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ১৮:৩১

ভারতে অনুষ্ঠিত সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। তাতেই দীর্ঘ প্রায় দেড় বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ। চলতি বছরের ২০ জুলাই ফিফার প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে জামাল ভূঁইয়ারা। দাঁড়িয়েছে ১৮৯তম অবস্থানে।ফিফার ২০২১ সালের ১২ আগস্ট আপডেট করা র‌্যাঙ্কিংয়ে ১৮৮তম অবস্থানে ছিল বাংলাদেশ।


ওই বছরের নভেম্বরে এক ধাপ এগিয়ে ১৮৭তম অবস্থানে নামে বাংলাদেশ। ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ফুটবল দলের র‌্যাঙ্কিং ছিল ১৮৮। এরপর পেছাতে শুরু করে বাংলাদেশ। ২০২২ সালের ৩১ মার্চ আবার পূর্বের অবস্থান ১৮৮ নম্বরে নেমে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। সেখান থেকে আরও অবনতি হয়। ৬ অক্টোবর ২০২২ অনুযায়ী র‌্যাঙ্কিংয়ে গিয়ে দাঁড়ায় ১৯২তে। গত জানুয়ারি পর্যন্ত ওই ১৯২তম অবস্থানেই ছিল বাংলাদেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us