ঢাকা: নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় আমরা মোটেই সেটিসফাই (সন্তুষ্ট) না। আমরা ডিসপ্লিজড (অখুশি)।
এজন্য ডিএমপি কমিশনারকে বলেছি হামলায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে। বৃহস্পতিবার (২০ জুলাই) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মো. আলমগীর বলেন, আমরা কিছুটা ডিসপ্লিজড। ১২৪টি কেন্দ্রে ভোট হয়েছে। সবার সহযোগিতায় কোনো অশান্তি ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। তবে শেষ সময়ে এসে সোয়া তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে একটা ঘটনা ঘটল। এর কারণ খুঁজে বের করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ভোটের দায়িত্বে নিয়োজিতদের মধ্যে কারো না কারো অবহেলা ছিল।